ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও বস্ত্রখাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
কোম্পানি দু’টির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিএসই রোববার(৯ আগস্ট’২০১৫) এ নোটিশ পাঠায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৭ কার্যদিবসের মাত্র ১দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৩৪৩ টাকা ৫ পয়সা থেকে বেড়ে হয় ৪২৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত। এ হিসাবে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৮০ টাকা বা ২৩ দশমিক ২৯ শতাংশ।
অন্যদিকে গত ১৭ কার্যদিবসের ৬দিন মাত্র আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৮৯ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয় ১২৭ টাকা ৩০ পয়সা পর্যন্ত। এ হিসাবে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৩৮ টাকা বা ৪২ দশমিক ৫৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এনএস/