ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকে প্রশিক্ষণ কোর্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকে প্রশিক্ষণ কোর্স

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে চলছে ‘মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট-২০১২ অ্যান্ড এন্টি- টেররিজম অ্যাক্ট-২০০৯’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স।

সোমবার (১০ আগস্ট) ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এ সময় ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান তার বক্তৃতায় সকল লেনদেনের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে সরকারের নীতিমালা বাস্তবায়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রতিটি আমানত ও বিনিয়োগের ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের আইন মানতে এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন।

প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।