ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন আর্থিক প্রতিষ্ঠান সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
নতুন আর্থিক প্রতিষ্ঠান সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল

ঢাকা: সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড নামে নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষ এই প্রতিষ্ঠানটির অনুমোদন দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।



সোমবার(১০ আগস্ট’২০১৫) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চলতি বছরের ১৬ জুলাই আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।

সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা মাহমুদ হোসাইন। প্রতিষ্ঠানটিকে ১শ কোটি টাকা মূলধন নিয়ে কাজ শুরু করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ৩১টি শর্ত দিয়ে নতুন এই প্রতিষ্ঠানটির নামে কার্যক্রম পরিচালনার অনাপত্তিপত্র ইস্যু করা হয়েছে।  

এর আগে মোট ৩১টি আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।