ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে প্রমোদতরী

আফরোজ শিপিং-সিয়াম গ্রুপের সমঝোতা সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
আফরোজ শিপিং-সিয়াম গ্রুপের সমঝোতা সই ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে প্রথম আটতলা বিশিষ্ট প্রমোদতরী নিয়ে আসছে আফরোজ শিপিং লাইন। আর এ প্রমোদতরীতে পর্যটকদের বিভিন্ন সেবা দেবে  থাইল্যান্ডের সেবাদানকারী প্রতিষ্ঠান সিয়াম গ্রুপ।



এ উপলক্ষে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ সমঝোতা স্মারক সই হয়।

আটতলা বিশিষ্ট এ প্রমোদতরীতে যে সব সেবা পাওয়া যাবে, সেগুলো হচ্ছে- রেস্টুরেন্ট, স্পা, জিম, শিশুদের প্লেগ্রাউন্ডসহ ইউরোপীয় সব ধরনের সুবিধা।

সমঝোতা স্মারকে আফরোজ শিপিংয়ের পক্ষে সই করেন এর ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল ইসলাম চৌধুরী এবং থাইল্যান্ডের সিয়াম গ্রুপের পক্ষে সই করেন এর ব্যবস্থাপনা পরিচালক তানাফুল চাওপাখনাম।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
Mou_signing
তিনি বলেন, আফরোজ শিপিংয়ের এ ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য। তবে প্রথম দিকেই মুনাফা হবে, এ ধরনের মনোভাব থাকলে চলবে না। ধৈর্য্য সহকারে কাজ করতে হবে।

তিনি বলেন, ‍আর এ ক্ষেত্রে সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

আফরোজ শিপিংয়ের চেয়ারম্যান মাকসুদা আফরোজ চৌধুরী বলেন, স্বপ্নের তো কোনো বাধা নেই। সমুদ্র বিজয়ের পর থেকেই আমাদের স্বপ্ন ছিল এই সমুদ্র নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রমোদতরী থাকলেও আমাদের দেশের আন্তর্জাতিক সীমায় তা ছিল না। তাই, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই আমাদের সঙ্গে থাকলে অবশ্যই বাংলাদেশ একদিন ব্লু-ইকোনমিতে রোল মডেল হবে।

এ সময় আফরোজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মমিনুল ইসলাম চৌধুরী বলেন, আন্তর্জাতিক রুটে বাংলাদেশে যাত্রীবাহী জাহাজ চলবে, এটি কেবলই ছিল স্বপ্ন। আর সে স্বপ্ন পূরণে কাজ করছে, আফরোজ  শিপিং লাইন।

তিনি বলেন, কোয়ালিটিতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। পর্যটকদের সেবাদানের ক্ষেত্রে থাইল্যান্ডের নাম কে না জানেন! আর তাই আমাদের জাহাজে যাত্রীদের সেবাদানের ব্যবস্থাপনায় থাকছে থাইল্যান্ডের সিয়াম গ্রুপ। আশা করছি, আমাদের যাত্রীদের সেবা দিতে সিয়াম গ্রুপ তাদের সুনাম বজায় রাখবে।
Mou_signing
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফরোজ শিপিংয়ের চেয়ারম্যান মাকসুদা আফরোজ চৌধুরী, নৌসচিব শফিক আলম মেহেদী, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর হাবিবুর রহমান ভূঁইয়া, আফরোজ শিপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
ইউএম/এবি/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।