ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার প্রকল্পের সমঝোতা স্মারক সই

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার প্রকল্পের সমঝোতা স্মারক সই ছবি: প্রতীকী

ঢাকা: শান্তিনগর থেকে কেরাণীগঞ্জ ঝিলমিল পর্যন্ত  ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে একটায় রাজউক ভবনে ১৩.৩২ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভার প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়।



রাজউকের পরিচালনা পরিষদের সদস্য (উন্নয়ন) আব্দুর রহমান ও নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কন্সট্রাকশন (সিআরসিসি) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হু ফান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় সিআরসিসি’র ১৫ সদস্যের একটি প্রতিনিধি ও রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।