ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বার্জার পেইন্টস আর্কিটেকচার প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
বার্জার পেইন্টস আর্কিটেকচার প্রতিযোগিতা শুরু

ঢাকা: ৭ম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতা শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবের ল্যামডা হলে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বি.পি.বি.এল.) এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস  (আই.এ.বি.)।



এ সংবাদ সম্মেলনে ৭ম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বি.এ.ই.এ.) প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বি.পি.বি.এল.)-এর পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মহসিন হাবীব চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ.কে.এম. সাদেক নেওয়াজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

এছাড়া ড. আবু সাইদ এম. আহমেদ, প্রেসিডেন্ট, আই.এ.বি. এবং অ্যাওয়ার্ড কো-অর্ডিনেটর (বি.এ.ই.এ.-২০১৫) আর্কিটেক্ট এহসান খান  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

২০০৩ সাল থেকে বার্জার দেশের প্রতিভাবান স্থপতিদের সেরা স্থাপনাগুলোর স্বীকৃতি ও পুরস্কৃত করে আসছে। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার, স্থাপত্য ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক ও প্রতিযোগিতামূলক জাতীয় প্ল্যাটফর্ম, যেখানে অসাধারণ ও বিস্ময়কর স্থাপত্যশিল্পের প্রকল্প উপস্থাপন ও পুরস্কৃত করা হয়।

এই দ্বিবার্ষিক প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এ পাঁচটি বিভাগ হচ্ছে- সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, মাল্টি-ফ্যামিলি রেসিডেন্স, কমার্শিয়াল বা মার্কেন্টাইল, ইন্ডাস্ট্রিয়াল এবং অন্যান্য।

এছাড়াও আরো দুটি ক্যাটাগরি- ইয়ং আর্কিটেক্টস  অ্যাওয়ার্ড ও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বার্জার পেন্টইসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ.কে.এম. সাদেক নেওয়াজ সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মহসিন হাবীব চৌধুরী বি.এ.ই.এ. প্রতিযোগিতার প্রেক্ষাপট ও দেশের স্থাপত্য ক্ষেত্রে এর অবদান তুলে ধরেন।

আর্কিটেক্ট এহসান খান এবারের বি.এ.ই.এ. প্রতিযোগিতার নিয়মাবলি এবং সময়সূচি বিস্তারিত আলোচনা করেন।

ড. আবু সাইদ এম. আহমেদ স্থপতি সমাজের কল্যাণে বার্জার পেইন্টস এবং আই.এ.বি.-এর সুদীর্ঘ সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন এবং স্থপতিদের এই প্রতিযোগিতায় ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, বার্জার পেইন্টসের কর্মকর্তা এবং আই.এ.বি. প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।