ঢাকা: তথ্য-প্রযুক্তি বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সাতটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
একই সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত আয়কর মওকুফ অব্যাহতি ও ই-কমার্সের ওপর ভ্যাট প্রত্যাহারে ধন্যবাদ জানানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বেসিস সভাপতি শামীম আহসান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব দেন।
প্রস্তাবের মধ্যে রয়েছে, সরকার ঘোষিত সফটওয়্যার ও আইটি কোম্পানির আয়কর অব্যাহতির প্রত্যয়নপত্র পাওয়ার সহজ পদ্ধতি নিশ্চিত করা, ভ্যাট আদায় সহজতর ও স্বচ্ছ করার জন্য স্থানীয় সফটওয়্যার ব্যবহার করে বড় বড় ভ্যাটদাতা প্রতিষ্ঠানে ভ্যাট অটোমেশন চালু, গ্রাচুইটি ও ভবিষ্যত তহবিলের টাকা বিকল্প বিনিয়োগে জামানতের তালিকায় বিকল্প ‘বিনিয়োগ তহবিল’ যুক্ত ও ভেঞ্চার ক্যাপিটালে ডাবল ট্যাক্স প্রত্যাহার করা।
এছাড়া নির্বাহী আদেশের মাধ্যমে ঢাকা কাস্টমস হাউজকে ই-ডেলিভারির মাধ্যমে সফটওয়্যার আমদানির ওপর প্রযোজ্য শুল্ক আদায়ের দায়িত্ব দেওয়া, সাইবার নিরাপত্তা বিধানে কম্পিউটার অ্যান্টি-ভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যারকে ডাটাবেজ, অপারেটিং সিস্টেমস ও ডেভেলপমেন্ট টুলসের শ্রেণীভুক্ত করা, সফটওয়্যার তৈরি ও স্থানীয় বাজারে বিক্রয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া এবং ট্রান্সফার প্রাইসিং বিষয়ে সঠিক নীতিমালা প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বেসিসের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করা।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বেসিসের এসব প্রস্তাব শোনেন ও সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় বেসিস মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল ও নির্বাহী পরিচালক সামি আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
আরইউ/এএ