ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাদের বৈঠক বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বেনাপোলে রাজস্ব কর্মকর্তাদের বৈঠক বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বাণিজ্যিক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঙ্গে বৈঠকে বসছেন বেনাপোল কাস্টমস ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠন, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা।

বুধবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামের হল রুমে এ বৈঠক শুরু হবে।

চলবে বেলা ২টা পর্যন্ত।  

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, বিশেষ অতিথি থাকবেন, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান, যশোর জেলা প্রশাসক (ডিসি) হুমায়ন কবীর ও পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

কাস্টমস স‍ূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি, রফতানি বাণিজ্যের বৈধতা নিয়ে বছর খানেক ধরে বিজিবি, ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মৌন দ্বন্দ্ব চলে আসছে। বৈধ পথে আমদানি হওয়া পণ্যের উপর সরকারি কোষাগারে রাজস্ব পরিশোধের পরও বিজিবি সদস্যরা ওই সব পণ্য অবৈধ বলে  আটক করে অহেতুক হয়রানি করছে এমন অভিযোগ কাস্টমস ও স্থানীয় ব্যবসায়ীদের।

বিষয়টি নিয়ে প্রতিনিয়ত বিজিবি সদস্যদের সঙ্গে ব্যবসায়ী ও কাস্টমসের মনমালিন্যের কারণে পরিবহন ঘর্মঘট, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধসহ বিভিন্ন কর্মস‍ূচিতে মারাত্বক ভাবে বাণিজ্য ব্যহত হচ্ছে। অনেক সময় এদের একে অপরের মুখো-মুখি অবস্থান হতে ও দেখা গেছে। এতে বেনাপোল বন্দর দিয়ে অনেক ব্যবসায়ীরা ইতিমধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। যার বড় ধরনের নেতিবাচক প্রভাব রাজস্ব আয়ের উপর পড়ার সম্ভবনা থাকছে। বিষয়গুলো নিয়মের মধ্যে উভয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে নিষ্পতির জন্য বাণিজ্যিক কাজে সংশিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে এই রাজস্ব সংলাপের আয়োজন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন রাজস্ব সংলাপের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, এ ধরনের বড় একটি উদ্যোগের ফলে আমরা ব্যবসায়ীরা আশাবাদী বাণিজ্যিক কর্মকান্ডে হয়রানি বন্ধ হয়ে গতিশিলতা ফিরে আসবে এবং এপথে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, আগষ্ট ১২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।