ঢাকা: রাজধানীতে মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটির নির্মানকাজ শুরু করার আগে প্রাথমিকভাবে রাজধানীর সড়কগুলোতে ইউটিলিটি (রাস্তা খুঁড়ে ভেতরের গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা) পরীক্ষার কাজ চলছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর মিরপুর-১০ থেকে ফার্মগেট পর্যন্ত ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে মেট্রোরেল স্থাপনের জন্য দুই জায়গায় মাটি খোঁড়া হয়েছে। সেখানে থাকা গ্যাস-পানিসহ বিভিন্ন ইউলিটি সংযোগের পরীক্ষা-নিরীক্ষা করে ফের বালু ভরাট করছেন শ্রমিকরা।
কর্মরত শ্রমিক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল থেকে রাত পর্যন্ত কয়েক শিফটে শ্রমিকরা ট্রেন্স করার কাজ করছেন। বর্তমানে মিরপুর থেকে ফার্মগেট হয়ে মতিঝিল সড়কে ট্রেন্সের কাজ চলছে।
১৫ দিন আগে উত্তরা থেকে এ কাজ শুরু করা হয় বলে জানান তিনি।
এদিকে রাস্তা খুঁড়ে মেট্রো রেলের কাজ শুরু হওয়ায় দিনভর মিরপুর-ফার্মগেট সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। এতে বিপাকে পড়তে হয় গন্তব্যগামী বিভিন্ন শ্যেণি-পেশার মানুষকে।
এই রুটে চলাচলকারী একটি বাসের চালক শামীম মিয়া বাংলানিউজকে বলেন, সকাল থেকে শুরু করে সারাদিনই সড়কে কাজ করেন শ্রমিকরা। সড়কের দু’পাশে খোঁড়ার কারণে সকাল থেকেই যানজট লেগে থাকে।
‘যা প্রায় প্রতিদিনই থাকে। দুপুরের পর তা আরও বাড়তে থাকে। ‘
ইউনাইটেড পরিবহনে চড়া যাত্রী মো. হারুন-উর-রশিদ জানান, মতিঝিল থেকে তিনি সকালে ব্যক্তিগত কাজে মিরপুর গিয়েছিলেন। সন্ধ্যার একটু পরে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিলে প্রায় আধ ঘণ্টারও বেশি মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বাস দাঁড়িয়ে ছিলো।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
জেডএফ/এমএ