ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তঃব্যাংক পস লেনদেনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আন্তঃব্যাংক পস লেনদেনের উদ্বোধন

ঢাকা: আর্থিক খাতে ক্যাশবিহীন কেনাকাটা করতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় আন্তঃব্যাংক পয়েন্ট অব সেল (পস) লেনদেন কার্যক্রম শুরু হয়েছে।  

বুধবার (১২ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে এ কার্যক্রমের উদ্ধোধন করেন গর্ভনর ড. আতিউর রহমান।



প্রাথমিকভাবে ডাচ বাংলা, পূবালী, সিটি ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এটিএম কার্ডে ‍‌ সুবিধা পাওয়া যাবে। দেশে কার্যরত অন্য ব্যাংকগুলোও এতে যুক্ত হতে পারবে।

সংশ্লিষ্টরা জানান, এই চার ব্যাংকের এটিএম কার্ড (ডেবিট-ক্রেডিট) দিয়ে এসব ব্যাংকের পস মেশিন থেকে দেশের বিভিন্ন বিপণি বিতান ও শপিংমল থেকে কেনাকাটা করা যাবে।

পসের মাধ্যমে বছরে ৫০০ কোটি লেনদেন হচ্ছে বলে কর্মকর্তারা জানান।  

অনুষ্ঠানে ডেপুটি গর্ভনর আবু হেনা মোহা. রাজি হাসান, এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, ম. মাহফুজুর রহমান ও চার ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।