ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইডিআরএ’র বিরোধ নিষ্পত্তি কমিটির প্রথম শুনানি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আইডিআরএ’র বিরোধ নিষ্পত্তি কমিটির প্রথম শুনানি অনুষ্ঠিত

ঢাকা: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠিত বিরোধ নিষ্পত্তি কমিটির প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে বাদী ও বিবাদী পক্ষে ছিলো বিলকিস সল্ট ইন্ডাট্রিজ লিমিটেড ও সাধারণ বিমা প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স।

বুধবার (১২ আগস্ট) আইডিআরএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমা আইন ২০১০ এর ৭৩ ধারা এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিরোধ নিষ্পত্তি কমিটি) প্রবিধানমালা, ২০১২ অনুযায়ী গঠিত বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হয়।

এই কমিটির কাছে বিমা দাবির বিরোধ নিষ্পত্তিতে প্রথম আবেদন করে গ্রহীতা বিলকিস সল্ট ইন্ডাট্রিজ লিমিটেড। তাদের এ আবেদন ছিলো বিমাকারী প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্সের বিরুদ্ধে।

বিলকিস সল্টের আবেদনের পরিপ্রেক্ষিতেই বুধবার আইডিআরএ কার্যালয়ে বিরোধ নিষ্পত্তি কমিটির প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টার শুনানি শেষে ১৩ আগস্ট শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকাল ৩টায় আইডিআরএ কার্যলয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
 
বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত শুনানিতে বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কমিটির সদস্য মো. কুদ্দুস খান এবং সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।