ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জলাশয় দূষণে ৫ ডাইং কারখানার ৪৯ লাখ টাকা জরিমানা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
জলাশয় দূষণে ৫ ডাইং কারখানার ৪৯ লাখ টাকা জরিমানা

ঢাকা: পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর ৫টি ডাইং কারখানার ৪৯ লাখ  টাকা জরিমানা করা হয়েছে।

দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বুধবার(১৩ আগস্ট’২০১৫) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর ওই সব কারখানার মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে এ জরিমানা করেন।



অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র মতে, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন যাবৎ ডাইং কার্যক্রম পরিচালনা করার অপরাধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন মওলা বাজার এলাকায় অবস্থিত (১) তানিয়া টেক্সটাইলস মিলস লিমিটেডকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে (২) শাহজালাল স্টিল মিল, হাজিগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ-কে ২ লাখ টাকা (৩) নাছির ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিঃ, সাটিরপাড়া, নরসিংদী-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সরকারি অনুমোদন ছাড়া জলাশয় ভরাট করে দোকানঘর নির্মাণ করার অপরাধে (৪) ফেনী পৌরসভার মেয়রকে ৫ লাখ টাকা এবং পরিবেশ অধিদপ্তরের অনুমতি গ্রহণ ব্যতিরেকে কারখানা বর্ধিত করার অপরাধে (৫) মেসার্স পারটেক্স প্লাস্টিক লিঃ জাঙ্গালিয়াপাড়া, বাহাদুরপুর, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।