ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রিপল-এ রেটিংয়ে ভূষিত সামিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ট্রিপল-এ রেটিংয়ে ভূষিত সামিট

ঢাকা: সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যাণ্ড মার্কেন্টাইল কর্পোরেশন (প্রা.) লিমিটেড (এসআইএমসিএল) দীর্ঘ-মেয়াদী রেটিং ‘ট্রিপল এ’ এবং স্বল্প-মেয়াদী রেটিং ‘এসটি-ওয়ান’ অর্জন করেছে।

ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সি সিআরআইএসএল দেশীয় এই কোম্পানিটিকে ট্রিপল-এ রেটিং দিয়েছে।



সামিটের এই অর্জন প্রতিটি সদস্যের নিরন্তর চেষ্টা, আন্তরিকতা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার সদিচ্ছারই ফসল। এই সাফল্যের জন্য দেশ, সরকার, দেশীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

কোম্পানির শক্তিশালী ইকুইটি বেজ, বিনিয়োগের সুষ্ঠু ব্যবহার, ঋণ পরিশোধের উচ্চ-সক্ষমতা, অভিজ্ঞ শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদ এবং গ্রুপের গ্রহণযোগ্যতা যাচাই করে এই রেটিং দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে সিআরআইএসএল।

সিআরআইএসএল জানিয়েছে, দীর্ঘ-মেয়াদী রেটিং নির্দেশ করে এসআইএমসিএল সেরা মানের একটি কোম্পানি যার বিনিয়োগ নিরাপদ এবং রয়েছে সর্বোচ্চ ক্রেডিট নিরাপত্তা। তাই এসআইএমসিএল-এর ব্যবসার ঝুঁকি একদম নগণ্য। পরিবর্তশীল অর্থনৈতিক প্রেক্ষাপটেও ট্রিপল-এ পর্যায়ের কোম্পানির পরিচালনায় কোনো কার্যকর প্রভাব পড়ে না।

আর স্বল্প-মেয়াদী রেটিং-টি মূলত এসআইএমসিএল-এর সময়মতো ঋণ পরিশোধের সক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে এ ধরনের রেটিংয়ের দৃষ্টান্ত খুবই কম বলেও জানা গেছে।

সামিট গ্রুপের বিভিন্ন ইউনিট যেমন- বিদ্যুৎ উৎপাদন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অফ-ডক (বন্দর) সেবা, আর্থিক প্রতিষ্ঠান, জাহাজ পরিবহন, বাণিজ্য ইত্যাদির হোল্ডিং কোম্পানি হিসেবে এসআইএমসিএল- এর প্রতিটির (সাবসিডিয়ারি কোম্পানি) অর্থায়ন এবং উন্নয়নের দিকটি দেখে থাকে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।