ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমিতির শোক দিবসের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমিতির শোক দিবসের আলোচনা সভা

ঢাকা: বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, জাতির পিতা আজ আমাদের মাঝে নেই। বাংলাদেশের স্বাধীনতা, ভাষা, সমাজ ও সংস্কৃতিতে তিনি চির জাগ্রত। বঙ্গবন্ধু আমাদের চেতনার অগ্নিমশাল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় শপথ নিতে হবে। আর এতেই তাঁর প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একযোগে কাজ করতে পারলেই অর্থনীতির পালে জোর হাওয়া লাগবে। তখন বাংলাদেশ হয়ে উঠবে সত্যিকারের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, যেমনটি বঙ্গবন্ধু চেয়েছিলেন।

সমিতির চেয়ারম্যান গাজী সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন- সমিতির সম্পাদক মো. রজব আলী, নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মো. আব্দুর রহিম, কার্য নির্বাহী কমিটির নেতা, বাংলাদেশ ব্যাংক ক্লাব, ব্যাংক অফিসার্স কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতা ও ব্যাংকের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।