ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ব্যাংকের নির্বাহী কমিটির সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আল-আরাফাহ ব্যাংকের নির্বাহী কমিটির সভা

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ এতে সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক মোল্লা, সদস্য আলহাজ নাজমুল আহসান খালেদ, আলহাজ হাফেজ মো. এনায়েত উল্লাহ, আলহাজ এ এন এম ইয়াহিয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও বোর্ড সচিব মো. মোফাজ্জেল হোসেন সভায় অংশগ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক ও সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।