ঢাকা: ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের(এমবিএল)১৫তম বার্ষিক সাধারণ সভা(এজিএম)বৃহস্পতিবার(১৩ আগস্ট, ২০১৫) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সওগতা গুপ্তা।
এ সময় সভায় ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য সোম, স্বতন্ত্র পরিচালক রোকিয়া আফজাল রহমান এবং মাসুদ খানসহ কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক এ সভায় ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ(৫ টাকা সমমূল্যের প্রতিটি শেয়ার) অনুমোদন করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন সময়ে ঘোষিত ৩৭৫% অর্ন্তবর্তীকালীন লভ্যাংশসহ সর্বমোট ৪২৫% লভ্যাংশও অনুমোদন করা হয়।
এ সময় জানানো হয়, কর দেওয়ার পর কোম্পানির নিট লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি টাকা। গত অর্থ বছরে ২৩২ কোটি টাকা আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক হিসেবে সরকারি কোষাগারে জমা দিয়েছে। এবছর ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সিএসআর বা ব্যাবসায়িক সামাজিক দায়বদ্ধতার আওতায় ঢাকা আহছানিয়া মিশন-এর সঙ্গে যৌথভাবে ৭৫টি শিক্ষাকেন্দ্র স্থাপনের মাধ্যমে সুযোগের অভাবে ঝরে পড়া তিন হাজারের বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এনএস/