ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বাংলাদেশ ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও গণভোজের  আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখা এ কর্মসূচির আয়োজন করে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক।
 
তিনি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। তিনি ১৬ কোটি বাঙালির আত্মার আত্মীয়। তিনি সমগ্র বিশ্বের। তিনি সব অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের।
তার আত্মার শান্তি ও মাগফেরাতের জন্য জাতীয়ভাবে যে দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়েছে, তা সত্যিই প্রশংসিত।
 
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি ও বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের কতিপয় কুসন্তান বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে চিরতরে নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে যার অস্তিত্ব, তাকে কখনো বিলীন করা সম্ভব হবে না।
 
জাতীয় শোককে শক্তিতে পরিণত করে তার সুযোগ্য উত্তরসূরী তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্য সৃষ্টি করে যে কর্মযজ্ঞ শুরু করেছেন, তারই সূত্রপাত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজকের এই গণভোজ খুব বেশি কিছু নয়। এটা আমাদের অহংকার। বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা, প্রেম।
 
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি নেসার আহমেদ ভূঁঞার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদার আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।