ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঋণ খেলাপি মামলায় দুই নারী উদ্যোক্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ঋণ খেলাপি মামলায় দুই নারী উদ্যোক্তার কারাদণ্ড

সিলেট: সিলেটে ঋণ খেলাপি মামলায় দুই নারী উদ্যোক্তাকে পৃথক ভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।



মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়,  ২০১০ সালে পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট স্টেডিয়াম শাখা থেকে চার লাখ টাকা ঋণ নেন নারী উদ্যেক্তা ও নগরীর মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা জাকিয়া সুলতানা।

একই শাখা থেকে রুবি তালুকদার নামের আরেক নারী উদ্যোক্তা দুই লাখ টাকা  এসএমই ঋণ নেন। কিন্তু তারা উভয়ে ঋণ দিতে ব্যর্থ হওয়ায় ২০১৩ সালে উভয়ের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। রুবী তালুদারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাগাটিয়া গ্রামে।

আদালত শুনানি শেষে সোমবার জাকিয়া সুলতারা বিরুদ্ধে দায়ের করা মামলায় (নং ৬৯৯/১৩) দেড় বছর কারাদন্ড এবং ওপর মামলায় (নং-৩৩৩/’১৩) রুবি বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি রায়ে তাদের দু’জনকে ঋণের অনাদায়ে টাকার তিনগুণ পরিশোধ করার আদেশ দেন।  

ব্যাংকের পক্ষে মামলা দুটি পরিচালনা আইনজীবী অ্যাডভোকেট মহব্বত খান।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।