ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শফিকুর রহমান কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
শফিকুর রহমান কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান

ঢাকা: কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী।  

রোববার (১৬ আগস্ট’২০১৫) অর্থ মন্ত্রণালয় থেকে তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।



এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

শফিকুর রহমানের নিয়োগ দেওয়ার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একজন উপ-সচিব সোমবার নিশ্চিত করেছেন।

ব্যাংকটির চেয়ারম্যান আখতার জামিলের মেয়াদ শেষ হওয়ায় শফিকুর রহমান পাটোয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।