ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আল-আরাফাহ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ভেলানগর শাখার উদ্যোগে ‘বর্ষা মৌসুমে গাছের চারা রোপণ করুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন’ স্লোগানকে সামনে রেখে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি-২০১৫ অনুষ্ঠিত হয়।

নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ মো. কামরুজ্জামান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইবিএল এর বোর্ড সচিব মো. মোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন এআইবিএল ঢাকা সাউথ জোনের প্রধান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান । এআইবিএল ভেলানগর শাখা ব্যবস্থাপক আলহাজ নূর মোহাম্মদ বোরহান উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএস টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান আল-ফারুক সরকার, নরসিংদী পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ নরসিংদী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণের পাশাপাশি পৌরসভা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩০ হাজারেরও বেশি বৃক্ষ রোপণ ও বিতরণ করে। ব্যাংকের শাখা সমুহের মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের পাশাপাশি গ্রাহকদের মাঝেও এসব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।