ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলালিংকের ‘কর্পোরেট কিডস কার্নিভাল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বাংলালিংকের ‘কর্পোরেট কিডস কার্নিভাল’

ঢাকা: বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের উদ্যোগে রাজধানীতে এক ‘কর্পোরেট কিডস কার্নিভাল’ এর আয়োজন করা হয়েছে।

এতে প্রায় ৮০০ শিশু অংশ নেয়।

কর্পোরেট গ্রাহকদের জন্য কার্নিভালের আয়োজন করে বাংলালিংক।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলালিংক।

সম্প্রতি বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত কার্নিভালের থিম ছিল ‘সার্কাস’। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল কর্পোরেট গ্রাহকদের সঙ্গে এক হয়ে আনন্দ উদযাপন।

উৎসবে সব বয়সী শিশুদের জন্য ছিল বিভিন্ন কর্মসূচি। ছিল চিত্রাংকন প্রতিযোগিতাও। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেকেই পুরস্কার হিসেবে বাংলালিংক ক্রেস্ট দেওয়া হয়।

নতুন কিছু করার প্রত্যয়ে শিশুদের নিয়ে এ ধরনের বর্ণাঢ্য উৎসব এটাই প্রথম বলে জানিয়েছে বাংলালিংক।

এ প্রসঙ্গে বাংলালিংকের হেড অব বিটুবি (সেলস) নাসের ইউসুফ বলেন, বাবা-মায়ের কাছে শিশুরাই সবকিছু এবং এই উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।