ঢাকা: বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র্যাফেল ড্র-২০১৫ অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছে। এতে তিনটি মেগা ও ১০৯টি সুপার পুরস্কারের ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পযন্ত বসুন্ধরা সিটির লেভেল-১ এর এট্রিয়াময়ে ড্রয়ের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই বিকেল ৪টায় শুরু হবে দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠান।
এ পর্বটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।
মেগা পুরস্কারের ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি, গবেষক ও সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী।
সম্মানিত অতিথি থাকবেন সংগীতশিল্পী খুরশিদ আলম ও অভিনেত্রী এম এস সাবেরী আলম। বিশেষ অতিথি হিসেবে বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ ও সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মৌলা উপস্থিত থাকবেন।
এছাড়া অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন কারিগরি উপদেষ্টা ও বসুন্ধরা সিটির ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন, বসুন্ধরা সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্টস) শেখ আব্দুল আলীম, ইডব্লিউপিডি-এর সিনিয়র নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেন, ইস্ট ওয়েস্ট প্রোপার্টিজ ডেভলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিদ্যুৎ কুমার ভৌমিক, বসুন্ধরা সিটির জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) মেজর (অব.) মো. মুস্তফা রাহেল ইমামের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এবার ২০তম বারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার থাকছে ১১টি মেগা ও ১০৯টি সুপারসহ মোট ১২০টি পুরস্কার।
এরমধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ কার টয়োটা ভিআইওএস- ১৫০০ সিসি, দ্বিতীয় পুরস্কার ডায়মন্ড সেট, তৃতীয় পুরস্কার চেরি কিউকিউ৩ কার ৮১২ সিটি, চতুর্থ পুরস্কার ৫ভরি ওজনের স্বর্ণের গহনা।
পঞ্চম পুরস্কার কক্সবাজারে তিনদিনের ট্যুর প্যাকেজ, ষষ্ঠ পুরস্কার ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা, সপ্তম পুরস্কার মাহেন্দ্র ১১০ সিসি স্কুটার এবং অষ্টম পুরস্কার হিসাবে মাহেন্দ্র ১১০ সিসি মোটরসাইকেল দেওয়া হবে।
র্যাফেল ড্র অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এছাড়া প্রিন্ট পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান। আর রেডিও পার্টনার রেডিও ভূমি এবং টেলিভিশন আছে চ্যানেল আই।
ড্র-এর পূর্ণাঙ্গ ফলাফল বাংলানিউজে পাওয়া যাবে। এছাড়া বৃহস্পতিবার (২০ আগস্ট) কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সানেও এ ফলাফল প্রকাশিত হবে।
বসুন্ধরা সিটি শপিং মলের ওয়েবসাইট bashundhara-city.com এবং ফেসবুকে বসুন্ধরা সিটির ফ্যান পেইজও ফলাফল পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
টিএইচ/এমএ