ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২৯৬তম শাখা হিসেবে কালকিনি শাখা ২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার মাদারীপুর জেলার কালকিনিতে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান, কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন, ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ আব্দুস সামাদ, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ও কালকিনি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুস সোবহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুল কুদ্দুস। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শাখা উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুল কুদ্দুস।
প্রবন্ধের উপর আলোচনা করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ আব্দুস সামাদ ও কালকিনি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুস সোবহান।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এনএস/