ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এয়ারটেল নিয়ে এলো এক পয়সা প্রতি সেকেন্ড কল রেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এয়ারটেল নিয়ে এলো এক পয়সা প্রতি সেকেন্ড কল রেট

ঢাকা: নতুন একটি উদ্ভাবনী প্যাকেজের ঘোষণা করেছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। প্যাকেজটির মাধ্যমে গ্রাহকরা আজীবন মেয়াদসহ যে কোনো লোকাল নম্বরে এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট উপভোগ করবেন।

এজন্য মাত্র একবার ১২৯ টাকা রিচার্জ করতে হবে।

এই ধরনের শর্তহীন আজীবন অফার এটিই প্রথম বলে বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইল কোম্পানিটি।

এয়ারটেল বলছে, এই অফারটি অনন্য, কারণ এটি গ্রাহককে সব রকম দুশ্চিন্তা এবং ঝামেলা থেকে মুক্তি দেবে। একজন এয়ারটেল গ্রাহক মাত্র একবার ১২৯ টাকা রিচার্জের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন আজীবন মেয়াদ। এছাড়াও গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করার মাধ্যমে অন্য যে কোনো প্রমোশনাল অফারও উপভোগ করতে পারবেন। প্রমোশনাল অফারসমূহের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহকরা আবার আজীবন মেয়াদের এক পয়সা প্রতি সেকেন্ড কল রেটে ফিরে যাবেন। এই উদ্যোগটি এয়ারটেলের চমৎকার গ্রাহক সেবাতে নতুন এক মাত্রা যোগ করলো বলেও জানাচ্ছে এয়ারটেল।

এয়ারটেল আরও জানায়, বিদ্যমান সিম, ইনঅ্যাক্টিভ এবং নতুন প্রি-প্রেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন।

অফারটি সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি পিডি শর্মা বলেন, স্বচ্ছ ও সহজবোধ্য প্রোডাক্ট এবং সেবা নিয়ে আসার জন্য এয়ারটেলের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে এয়ারটেল নিয়ে এলো আজীবন মেয়াদের যে কোনো লোকাল নম্বরে এক পয়সা প্রতি সেকেন্ডের সেরা রেট!

এই শর্তহীন অফার গ্রাহকদের দুশ্চিন্তামুক্ত রাখবে ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে বলে মনে করেন এয়ারটেল সিইও।

এ সম্পর্কিত বিস্তারিত জানতে গ্রাহকরা বিনামূল্যে কল করতে পারেন ১২১২ নম্বরে অথবা কাস্টমার কেয়ারের ৭৮৬ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।