ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৬ আগস্ট শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
২৬ আগস্ট শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল

ঢাকা: ‘আমাদের সাথে করুন আপনার ঈদের কেনাকাটা’ স্লোগানে শুরু হচ্ছে ব্র্যান্ডেড পোশাক ও ফ্যাশন পণ্যের চতুর্থ বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল-২০১৫।
 
ঈদুল আজহা সামনে রেখে আগামী ২৬-৩০ আগস্ট রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস ব্যানকুয়েট হলে এ মেলা শুরু হবে।


 
ফ্রিল্যান্সারস ও রেড কার্পেট৩৬৫ লিমিটেড যৌথভাবে এর আয়োজক। শনিবার (২২ আগস্ট) রেড কার্পেট৩৬৫ লিমিটেডের সিইও আহমেদ ইমতিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশ-বিদেশের উন্নত পোশাক ও ফ্যাশন পণ্য উপস্থাপনের জন্য এ আয়োজন।

 

মেলা ও প্রদর্শনীতে নারীদের কাপড়, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহস্থালি, টেক্সটাইল, কুর্তা, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোশাক, সালোয়ার কামিজ, থ্রিপিস, শাল, শেরওয়ানি, বিয়ের পোশাক, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, ফ্যাশন হাউজ, উপহার সামগ্রী, আধুনিক বোরকা, হিজাব, চামড়াজাত পোশাক এবং ব্যবহার্য দ্রব্য বিক্রি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থাকবে। মৌলিক লন সংগ্রহের সম্ভার নিয়ে মেলায় থাকছে ‘গুল আহমেদ’।
 
মেলা প্রতিদিন সর্বসাধারণের জন্য সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।
 
বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।