ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইবিবিএল’র শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আইবিবিএল’র শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


 
সভায় ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ, সদস্য সচিব অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্য মুহাম্মদ সিরাজুল ইসলাম, ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব, মাওলানা আবদুস শহীদ নাসিম, সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা, মো. মোহন মিয়া, এবং মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।