ঢাকা: খুলনা-মংলা রেল সংযোগের জন্য রূপসা রেলসেতু নির্মাণে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে রেল মন্ত্রণালয়। ভারতের অর্থায়নে সাড়ে ৩ বছরের মধ্যে এ রেলসেতুর নির্মাণ কাজ শেষ করা হবে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর রেল ভবনে এ চুক্তি সই হয়।
এতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রকল্প) মো. মজিবুর রহমান এবং ভারতীয় নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টবরো-এর ব্যবসায়িক বিভাগের ভাইস প্রেসিডেন্ট পি নিরাঞ্জনা নিজ নিজ পক্ষে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ের খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় রূপসা রেল ব্রিজ নির্মাণ করা হবে।
চুক্তি অনুযায়ী ব্রিজটি নির্মাণে ১ হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ৭১৬ মিটার মূল দৈর্ঘ্যের সেতু বাস্তবায়নের মেয়াদ হচ্ছে ৪২ মাস।
‘খুলনা-মংলা রেললাইনটি দক্ষিণাঞ্চল তথা সমগ্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ প্রকল্প চালু হলে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপশি আমদানি রফতানি বাণিজ্য বাড়বে,’ যোগ করেন তিনি।
এসময় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পরামর্শক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান রেলপথ মন্ত্রী।
একই সঙ্গে তিনি এই প্রকল্পে অর্থ সহায়তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রেলওয়ের চলমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে এক ইঞ্চি রেললাইনও নির্মাণ হয়নি। বর্তমান সরকার রেল খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের ব্যাপক উন্নতি হবে।
এ সময় অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রায়, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এডিএ/এমএ