ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশেষ অর্থনৈতিক অঞ্চল

মংলা বন্দরের কাছে ভারতকে জমি দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
মংলা বন্দরের কাছে ভারতকে জমি দেওয়া হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনোমিক জোন) গড়তে মংলা সমুদ্রবন্দরের কাছে ভারতকে জমি দেওয়া হবে। বাংলাদেশ সরকারের কাছে এর আগে তারা এজন্য জমির আবেদন করেছিল।



সোমবার (২৪ আগস্ট) বিকেলে শহরের পুরাতন কোর্ট চত্বরে বাগেরহাট চেম্বার অব কমার্স মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান একথা জানান।

তিনি বলেন, মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে জমি চেয়েছিল ভারত ও চীন। এর মধ্যে ভারতকে মংলা বন্দরের কাছে জমি দেওয়া হবে।  

তবে চীনকে জমি দেওয়ার ব্যাপারে কি অগ্রগতি হয়েছে তা উপদেষ্টা বলেননি।

তিনি আরো বলেন, মংলা ইপিজেডে শিল্প-কারখানা নির্মাণের আগ্রহ দেখাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এরই মধ্যে ভারত, চীন, জাপান এখানে বিনিয়োগ করেছে।

এসব উদ্যোগ বাস্তবায়ন হলে মংলা, খুলনা, বাগেরহাটসহ গোটা দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেন তিনি।
    
বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শাহাজাহান মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদসদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদসদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে চেম্বার নেতারা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এফবিসিসিআই’র সহায়তায় ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ’ বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এর আগে দুপুরে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও সরকারি পিসি কলেজে ছাত্র-শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা ড. মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।