ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউরোপে মাছ রফতানি বাড়ছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ইউরোপে মাছ রফতানি বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে মিঠা পানির মাছ রফতানি আগামী দিনে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মৎস্যের অবদান ৩০ শতাংশ।

আগামী দিনগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে মিঠা পানির মাছ রফতানিতে এর অবদান আরও বেড়ে যাবে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব আশাবাদের কথা বলেন।
 
ছায়েদুল হক বলেন, বিভিন্ন দেশে মিঠা পানির মাছের রফতানির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। ইউরোপীয় কমিশনের ফুড অ্যান্ড ভেটেরিনারি বিভাগের অডিটের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন মাছ আমদানি করে থাকে। চলতি বছর ২০ থেকে ৩০ এপ্রিল তাদের তিন সদস্যের একটি দল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে।

তিনি বলেন, ওই প্রতিনিধি দল মিঠা পানির মাছের রফতানি গুণ পরীক্ষা করে। তাদের ফলাফলে আমাদের দেশের মাছের মান ঠিক আছে। আমরা এগিয়ে যাচ্ছি মাছ উৎপাদনে।

বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সচিব সেলিনা আফরোজ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আরিফ আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।