ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ মেয়রের কাছে ডে-কেয়ার সেন্টার চাইলেন গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
২ মেয়রের কাছে ডে-কেয়ার সেন্টার চাইলেন গভর্নর ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের মেয়রের(নগরপিতা) কাছে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার (২৭আগস্ট’২০১৫) সকালে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর উদ্যোগে স্থাপিত শিশু দিবাযত্ন কেন্দ্রের ‘খেলাঘর’ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



গর্ভনর বলেন, আমাদের নগর পিতা যদি নারী হতেন তাহলে আরও অনেক আগেই সিটি করপোরেশনের উদ্যোগে সকল প্রতিষ্ঠানের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করা হতো। যেহেতু আমাদের দুইজন মেয়রই পুরুষ। তাই আমি আশা করবো নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডে-কেয়ার সেন্টার চালু করার ব্যবস্থা করবেন।
 
তিনি বলেন, নাগরিক জীবনে একক পরিবারের অনেক শিক্ষিত মা সন্তানের কথা ভেবে চাকরি করতে পারছেন না। সন্তান পালনের জন্যই চাকরি করার ইচ্ছার বিকাশ ঘটে না। ডে-কেয়ার সেন্টারের অভাবে চাকরি ছেড়ে দিচ্ছেন অনেক মা।
 
আতিউর রহমান বলেন, দেশের উন্নয়নে পুরুষের সমান নারীর অংশগ্রহণ নিশ্চিত হয় না অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হওয়ার কারণে। কারণ একজন মা তার সন্তানকে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা না পেলে বাইরে যেতে চায় না।
 
সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক সরদার নুরুল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা।
 
রাজধানীর দিলকুশায় আল আমিন সেন্টারে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। এতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ৬মাস থেকে ৮বছর বয়সী ৬৫জন শিশু সন্তানকে রাখা যাবে। চাহিদা বাড়লে পরিসর আরও বাড়ানো হবে।
 
ডে কেয়ার সেন্টারে মাতৃ স্নেহে লালন-পালন, সুষম খাবার, ইপিআই টিকা, প্রাক প্রাথমিক শিক্ষা, খেলাধুলা, বিনোদন, শিষ্টাচার, পরিবেশ-স্বাস্থ্য সর্ম্পকিত জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে ধারণা দেওয়া হবে।
 
শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র পরিচালনা ব্যয়ের ৭০শতাংশ প্রদান করবে ব্যাংকগুলো। বাকি ৩০শতাংশ দিতে হবে অভিভাবকদের।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট: ২৭, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।