ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও ভালো করার সুযোগ রয়েছে এনবিআর’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরও ভালো করার সুযোগ রয়েছে এনবিআর’র অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভালো করছে, তবে প্রতিষ্ঠানটির আরও ভালো করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট অব বাংলাদেশের নবম তলায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নতুন অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধ এবং কাস্টমস সংক্রান্ত গোয়েন্দা নজরদারির বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে এ দেশে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। কিন্তু সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। এ লক্ষ্য অর্জনে কাজ করছে এনবিআর। তারা ভালো করছে কিন্তু আরও ভালো করার সুযোগ রয়েছে।

এম এ মান্নান বলেন, সরকার চায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। দেশে ব্যবসাবান্ধব পরিবেশে তৈরি হোক। এ কারণে দেশের শুল্ক বিভাগকে জোরদার করার জন্য জাতীয় রাজস্ব আইন সংস্কার করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খানসহ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৫
জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।