ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইএফ’র উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বিআইএফ’র উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা

ঢাকা: বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 সম্প্রতি রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।


 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিআইএফ’র আহ্বায়ক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
 
বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ, আইডিআরএ’র সদস্য মো কুদ্দুস খান, সুলতান-উল-আবেদীন মোল্লা, জুবের আহমেদ খান ও মো. মুরশিদ আলম।

এছাড়াও বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এএসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।