ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪র্থ ট্যুরিজম ফেয়ার ২০১৫

লক্ষাধিক টাকা ছাড় নিটল টাটা’য়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
লক্ষাধিক টাকা ছাড় নিটল টাটা’য় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিভিন্ন ট্যুরিজম ও রিসোর্ট কোম্পানির সঙ্গে দেশের অটোমোবাইল বাজারজাতকারী প্রতিষ্ঠান নিটল টাটাও দিচ্ছে বিশেষ ছাড়।

‘ন্যানো টুইস্ট’ ও ‘ইনডিয়াগো ইসিএস’ গাড়ির ডাউন পেমেন্টে যথাক্রমে এক লক্ষ ও এক লক্ষ ২৫ হাজার টাকা ছাড় পাচ্ছেন ক্রেতারা।



শনিবার (২৯ আগস্ট) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিনদিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ারের শেষদিন।

নিটল টাটা’র স্টলের ডিসপ্লেতে রাখা হয়েছে ২০১৪ মডেলের ‘ন্যানো টুইস্ট’ ও ২০১৫ সালের ‘ইনডিয়াগো ইসিএস’ গাড়ি দু’টি।

অন্য স্টলগুলোর মত এখানেও ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সবাই ইচ্ছে মত দেখে নিচ্ছেন গাড়ি, জেনে নিচ্ছেন দামও। তবে নিটল টাটার গাড়ির দাম অনেক বেশি বলে মন্তব্য করেন সোহেল নামের এক দর্শনার্থী।

এদিকে, নিটল টাটা’র ম্যানেজার মোস্তফা সামছুজ্জামান বাংলানিউজকে জানান, মেলায় ডাউনপেমেন্টে ছাড় দিচ্ছি আমরা। ‘ন্যানো টুইস্ট’ গাড়িতে স্বাভাবিকভাবে ৩ লক্ষ টাকা ডাউনপেমেন্ট নেয়া হয়। মেলায় ছাড় দিয়ে দুই লক্ষ টাকা করেছি। ‘ইনডিয়াগো ইসিএস’এ অন্য সময় ৬ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করতে হয়, মেলায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

মোস্তফা সামছুজ্জামান আরও জানান, ‘ন্যানো টুইস্ট’ গাড়িতে দুই লক্ষ টাকার ডাউনপেমেন্টের সঙ্গে ২৪ মাসের কিস্তি। কিস্তি প্রতি ২৯ হাজার ১২৫ টাকা। এতে গাড়ির দাম পড়বে মোট আট লক্ষ ৯৯ হাজার টাকা। ‘ইনডিয়াগো ইসিএস’ চার লক্ষ ৭৫ হাজার টাকার ডাউনপেমেন্টের সঙ্গে ৩০ মাসের কিস্তি। কিস্তি প্রতি ৪৩ হাজার টাকা। এতে গাড়ির দাম পড়ে মোট ১৭ লক্ষ ৬৫ হাজার টাকা।

বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬ উৎসবকে সামনে রেখে ৪র্থবারের মত এই মেলার আয়োজন করেছে ‘পর্যটন বিচিত্রা’। মেলার সহায়তা করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। এই মেলার প্লাটিনাম স্পন্সর, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এ বছরের মেলার আয়োজক বাংলাদেশ। অন্যান্য দেশের মধ্যে ভারত, নেপাল, ভুটান, চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

শেষদিনে মেলায় ৯টি বিশ্ববিদ্যালয় ও ৩টি পর্যটন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়ুথ ট্যুরিজম স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পর্যটন বিষয়ক সেমিনার, কমিউনিটি কালচারাল অনুষ্ঠান,  শিশুদের জন্য ‘বিউটফুল বাংলাদেশ’ শিরোনামে আর্ট কম্পিটিশন, যুব পর্যটনকে উৎসাহিত করতে এ্যাডভেঞ্চার গিয়ার প্রদর্শনীরও ব্যবস্থা ছিল।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।