ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএফটিআই-সিআইএস চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বিএফটিআই-সিআইএস চুক্তি সই ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের (সিআইএস-বিসিসিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সিআইএস-বিসিসিআই এর সহ সভাপতি লোকমান হোসেন আকাশ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে বিএফটিআই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিএফটিআই-এর সিইও আলী আহমেদ ও সিআইএস-বিসিসিআই এর সভাপতি এইচকে কবির নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

এ চুক্তির মাধ্যমে উভয় সংগঠন রাশিয়াসহ কমনওয়েলথভুক্ত ১২টি দেশের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে কাজ করবে।
 
একই সঙ্গে দ্বৈত কর, দেশে বিনিয়োগ আকর্ষণ, বাজার বিশ্লেষণের মাধ্যমে রফতানি বাড়াতে সরকারের নীতি প্রণয়নেও কাজ করবে এই দুই ব্যবসায়ী সংগঠন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।