ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিগগির কমছে পেঁয়াজের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
শিগগির কমছে পেঁয়াজের দাম

ঢাকা: পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সংসদীয় কমিটি। অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও কেন এ পণ্যের দাম বাড়ছে, তাও জানতে চাইছে কমিটি।

তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কমিটিকে আশ্বস্ত করে বলেছেন, অচিরেই পেঁয়াজের দাম কমবে।
 
রোববার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পেঁয়াজ নিয়ে আলোচনায় এ উদ্বেগ ও আশ্বাসের কথা উঠে আসে।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, এনামুল হক, আ ক ম বাহাউদ্দিন, মো. ছানোয়ার হোসেন প্রমুখ।

বৈঠক শেষে ওয়ারেসাত হোসেন বেলাল বাংলানিউজকে বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও এভাবে হঠাৎ করে পণ্যটির দাম বেড়ে যাওয়াটা উদ্বেগের। তবে, বৈঠকে মন্ত্রী কমিটিকে আশ্বস্ত করেছেন, শিগগির পেঁয়াজের দাম কমে আসবে।

এছাড়া, পেঁয়াজের দাম বাড়ানোর জন্য কোনো সিন্ডিকেট করেও লাভ নেই বলে সাফ জানিয়ে দেন সংসদীয় কমিটির এ সদস্য।

বিদেশে মেলায় সরকারের খরচ ৮০ কোটি টাকা
২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ অর্থবছরে বিভিন্ন দেশের আন্তর্জাতিক মেলায় অংশ নিয়ে সরকারের খরচ হয়েছে ৭৯ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ৭৭৪ টাকা। ২৫টি দেশের ১৪১টি বাণিজ্য মেলায় অংশ নিয়ে এ খরচ করেছে সরকার।
 
সংসদীয় কমিটির কার্যপত্রের বিবরণ অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ২৩টি মেলায় অংশ নিয়ে সরকারের খরচ হয়েছে ১২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ১৭৯ টাকা, ২০১১-১২ অর্থবছরে ২৮টি মেলায় ১৫ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৩২১ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ২৯টি মেলায় ১৭ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৪০৮ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২৮টি মেলায় ১৪ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২০২ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে সবচেয়ে বেশি ৩৩টি মেলায় অংশ নিয়ে সরকারের খরচ হয়েছে ১৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৬৬৪ টাকা।

বাংলাদেশ যেসব দেশের মেলায় অংশ নিয়েছে সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সুইডেন, বেলজিয়াম, ইতালি, স্পেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভারত, চীন, হংকং (চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল), মালয়েশিয়া, নেপাল, মায়ানমার, ব্রাজিল, ভিয়েতনাম ও মেক্সিকো।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।