ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চালডালডটকমের সঙ্গে এসএসএল ওয়্যারলেসের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
চালডালডটকমের সঙ্গে এসএসএল ওয়্যারলেসের চুক্তি

ঢাকা: অনলাইন গ্রোসারি ওয়েবসাইট চালডালডটকম ও এসএসএল ওয়্যারলেসের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্টদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত এসএসএল ওয়্যারলেসের অফিসে এ সমঝোতা চুক্তি সই হয়।

এ সময় চালডালডটকমের সিইও জিয়া আশরাফ ও এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চালডালডটকমের পরিচালক মুস্তাফিজুর রহমান ও সুমন রহমান, এসএসএল ওয়্যারলেসের সিনিয়র ম্যানেজার জুবায়ের হুসাইন, বিজনেস ডেভেলপমেন্ট এবং ম্যানেজার মাহবুব-উর-রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

চালডালডটকমের সিইও জিয়া আশরাফ বলেন, চাল, ডাল, শাক-সবজি, মাছ, মাংস, ফ্রোজেন ফুড, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, স্টেশনারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমরা সূলভ মূল্যে এই গ্রোসারি ওয়েবসাইটে বিক্রি করছি। সঙ্গে ফ্রি হোম ডেলিভারি তো আছেই।

চুক্তির ফলে পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জের মাধ্যমে ক্রেতারা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন বলে জানান তিনি।

এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী বলেন, চুক্তি অনুযায়ী শিগগিরই ক্রেতারা যেকোনো সময় ঘরে বসে নিত্য প্রয়োজনীয় পণ্য ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে  অনলাইনে কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।