ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেত্রকোনায় যমুনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
নেত্রকোনায় যমুনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: সাধারণ মানুষকে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় আনতে নেত্রকোনা পৌরসভা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে মোবাইল ব্যাংকিং চুক্তি করেছে যমুনা ব্যাংক।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নেত্রকোনা পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।



পৌরসভার পক্ষে মেয়র প্রশান্ত কুমার রায়, স্কুলের পক্ষে প্রধান শিক্ষিকা মহসিনা খাতুন ও যমুনা ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ ‍এবং প্রগতি সিস্টেমস লিমিটেডের পক্ষে সিইও ড. শাহাদাত খান  চুক্তি স্বাক্ষর করেন।

এ মোবাইল সেবার মাধ্যমে যমুনা ব্যাংকের শিওর ক্যাশ পদ্ধতিতে নেত্রকোনা পৌরবাসী ঘরে বসেই পানির বিল, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের হেড অব আইসিটি আহাম্মেদ নেওয়াজ, হেড অব এডিসি আদনান মাহমুদ আশরাফ উজ জামান, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ড. আব্দুর রহিম, পৌরসভার সব কাউন্সিলরসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।