ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংক-ব্লুমবার্গ এলপি’র আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ব্র্যাক ব্যাংক-ব্লুমবার্গ এলপি’র আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: সেকেন্ডারি মার্কেটের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চল্লিশটির বেশি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মীরা রাজধানীতে ‘সেকেন্ডারি মার্কেটের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংক ও ব্লুমবার্গ এলপি’র যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস.কে.সুর চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের জেনারেল ম্যানেজার মো. আওলাদ হোসাইন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মাঈনুদ্দিন আহমেদ।

ব্লুমবার্গ এলপি’র ফিক্সড ইনকাম বিভাগের বিজনেস ম্যানেজার সুদীপ্ত লাহিড়ি আলোচনা পর্ব পরিচালনা করেন। সেকেন্ডারি মার্কেট সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় স্থান পায়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস. কে. সুর চৌধুরী বলেন, স্থিতিশীল সেকেন্ডারি বন্ড মার্কেটের উন্নয়নের ক্ষেত্রে প্রধান সমস্যা সরকারি ও বেসরকারি পেনশন ফান্ড না থাকা। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।