ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চামড়ার দাম নির্ধারণ চান না ব্যবসায়ীরা

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
চামড়ার দাম নির্ধারণ চান না ব্যবসায়ীরা ফাইল ফটো

ঢাকা: আসছে ঈদে কাঁচা চামড়ার দাম নির্ধারণে আগ্রহী নন চামড়া ব্যবসায়ীরা। বিশ্ব বাজারে চামড়ার দাম অব্যাহতভাবে কমতে থাকায় রপ্তানিতে ভাটার আশঙ্কা তাদের।

তাই এবার দর কষাকষি করে চামড়া কেনার দাবি ব্যবসায়ীদের।

বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি আবু তাহের বাংলানিউজকে বলেন, এমনিতেই লোকসানে আছি। তার ওপর আবার দাম নির্ধারণ করে দিলে ব্যবসা করাই কঠিন হয়ে যাবে। তাই আমরা এবার চামড়ার দাম নির্ধারণ করার বিপক্ষে। যে যেভাবে পারে কিনবে। ‍‍‌
 
এ বিষয়ে ফিনিসড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ বেলাল হোসেন জানান, কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দিলে মৌসুমী ব্যবসায়ীরা সুযোগ খোঁজে। ওরা কম দামে কিনলেও বিক্রি করতে এসে বলে নির্ধারিত দামেই কেনা। ফলে আমরা আর দর কষাকষি করতে পারি না। যে কারণে লোকসানের আশঙ্কা থাকে। তাছাড়া অনেক সময় মৌসুমী ব্যবসায়ীরাও ঠকেন। দেখা যায়, তারা কেনার পর সময় মতো বিক্রি করতে পারেন না আড়তে চাহিদার অভাবে। ফলে অনেক চামড়া নষ্ট হয়। তাই এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবারই অভিমত, কাঁচা চামড়ার কোনো দাম নির্ধারণ করা যাবে না।
 
দেশীয় বাজারে বর্তমানে প্রতি বর্গফুট ভালো মানের গরুর চামড়ার দাম ৭৫ থেকে ৮০ টাকা। মিডিয়াম মানের চামড়া ৫০ থেকে ৬০ টাকা প্রতি বর্গফুট। এছাড়া যেগুলোর কোয়ালিটি নিম্নমানের সেগুলো ৪০ টাকা থেকে শুরু করে ৫০ টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
 
এর আগের বছরগুলোতে ঈদের এক সপ্তাহ আগেই চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হতো চামড়া রপ্তানিকারক সংস্থা থেকে। এ শিল্পের সঙ্গে জড়িত সব ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেই এ দাম নির্ধারণ হতো। এবার আর তা হচ্ছে না।
 
গত বছরও ব্যবসায়ীরা চামড়ার দাম নির্ধারণ করা থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ার পরদিনই শিল্প মন্ত্রণালয়ে বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দাম নির্ধারণ করার বিষয়টি ব্যবসায়ীদের জানান। এরপর দাম নির্ধারণ করে দেওয়া হয়। গত বছর প্রতি বর্গফুট ভালো চামড়া ১০০ টাকা থেকে শুরু ১১০ টাকায় বিক্রি হয়েছে।
 
আনোয়ার টেনার প্রাইভেট লিমিটেডের মালিক দিলজাহান ভূইয়া বাংলানিউজকে বলেন, প্রতিবছরই ঈদের আগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি দাম নির্ধারণ করা হতো। এবার আর তা হচ্ছে না।

তবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলানিউজকে বলেন, চামড়ার দাম নির্ধারণ করা হবে কিনা, এ বিষয়ে এবার এখন পর্যন্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
 
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।