ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিক প্রতিষ্ঠানের অফিস ভাড়া নিতে অনুমোদন লাগবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
আর্থিক প্রতিষ্ঠানের অফিস ভাড়া নিতে অনুমোদন লাগবে

ঢাকা:  দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় সম্প্রসারণ, স্থানান্তর, শাখা ও বুথ স্থাপনের আগে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন নিতে হবে।

অনুমোদন ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া চুক্তি বা ডেকোরেশন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



সোমবার (০৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়,  ইদানিং দেখা যাচ্ছে-কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান নতুন শাখা খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন ছাড়াই বাড়ি ভাড়া চুক্তি করে ভাড়া দিয়ে আসছে, যা আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৭(১) ধারায় বর্ণিত নিদের্শনার সুস্পষ্ট লঙ্ঘন।

এখন থেকে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের লিখিত অনুমোদন লাগবে।

এছাড়া আগে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অন্যান্য দিক অপরিবর্তিত থাকবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসই/‌এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।