ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংকে এসএমই অর্থায়ন বিষয়ে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এসবিএসি ব্যাংকে এসএমই অর্থায়ন বিষয়ে মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সাতক্ষীরা অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও সম্প্রসারণ করতে সম্প্রতি শহরে অবস্থিত সব ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে স্থানীয় এক হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।



এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাজিমউদ্দিন, মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র ভদ্র, উপ-মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বৈরাগী, এসবিএসি ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও এসইভিপি হারুন-অর-রশিদ ও সাউথইস্ট ব্যাংকের ইভিপি মো. আব্দুল নঈম।

সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির নেতা, প্রান্তিক নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।