ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পলিস্টার সুতার কাঁচামাল উৎপাদন দেশীয় শিল্পের জন্য সুখবর’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
‘পলিস্টার সুতার কাঁচামাল উৎপাদন দেশীয় শিল্পের জন্য সুখবর’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘দেশে বর্তমান গার্মেন্টের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) শতভাগ আমদানি করতে হচ্ছে। এই আমদানি নির্ভরতা কমাতে দেশে প্রথমবারের মত পলিস্টার সুতা তৈরির কাঁচামাল উৎপাদনের কারখানা স্থাপন করছে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ।

এটি দেশের স্পিনিং শিল্পখাতের জন্য একটি সুখবর। ’

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দেশবন্ধু গ্রুপ আয়োজিত যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান কেইমটেক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।

দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কেইমটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও সিন ম, দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, কেইমটেক্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অজয় দাশ পূত্রী,  চিল জি, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সারোয়ার জাহান তালুকদার, দেশবন্ধু গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) এম এ বশির আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছে দেশবন্ধু গ্রুপ।  

আজ (শনিবার) তাদের আরো বড় একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসেছি। এ চুক্তির মাধ্যমে দেশের স্পিনিং শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

তিনি আরো বলেন, চুক্তি অনুযায়ী কাজ হলে নতুন এ প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার কাঁচামাল আমদানি বন্ধ হবে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। একই সঙ্গে সৃষ্টি হবে ছয় হাজার লোকের কর্মসংস্থান।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) পুরোটাই আমদানি নির্ভর। তবে এই নির্ভরতা কমাতে প্রথমবারের মতো সাহসী উদ্যোগ নিয়েছে দেশবন্ধু গ্রুপ। ফলে এখন থেকে দেশেই উৎপাদিত হবে পলিস্টার স্ট্যাপল ফাইবার। আর এ লক্ষ্য বাস্তবায়নে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফাইবার লিমিটেড শনিবার যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান কেইমটেক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

দেশবন্ধু ফাইবার লিমিটেডের পক্ষে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান ও কেইমটেক্স গ্রুপের পক্ষে কেইমটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও সিন ম চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশজ শিল্পের বিকাশ এবং দেশের অর্থনীতিতে আমদানির ওপর চাপ কমাতেই এই শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশবন্ধু গ্রুপ।

তিনি জানান, সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে দেশবন্ধু ফাইবার লিমিটেড স্থাপন প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। প্রায় ৩০ একর জমির ওপর এটি স্থাপন করা হচ্ছে। এক হাজার কোটি টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটি আগামী ২ বছরের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। প্রকল্পটির মাধ্যমে প্রত্যক্ষভাবে দুই হাজার এবং পরোক্ষভাবে ন্যূনতম আরও ছয় হাজার লোকের কর্মসংস্থান হবে।
 
দেশবন্ধু গ্রপের সিএফও এমএ বশির আহম্মেদ প্রকল্প সম্পর্কে জানান, পলিস্টার স্ট্যাপল ফাইবার দেশের স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল। বর্তমানে এর বার্ষিক চাহিদা প্রায় ৩ লাখ মেট্রিক টন এবং প্রতি বছর এ চাহিদা ১২ থেকে ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশের স্পিনিং মিলগুলোতে ব্যবহৃত পিএসএফের শতভাগ আমদানি করতে হয়। এখাতে আমদানি বাবদ বছরে প্রায় ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তিন হাজার ৮৮০ কোটি টাকা খরচ হয়। শতভাগ আমদানি নির্ভর হওয়ায় এ শিল্পখাতের উদ্যোক্তারা নানা রকম সমস্যা মোকাবেলা করে থাকেন। পিএসফ সুলভমূল্যে সরবরাহের উদ্দেশ্যে এ প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্প পুরোদমে চালু হলে বছরে এক লাখ ২০ হাজার মেট্রিক টন পিএসএফ উৎপাদন সম্ভব হবে। এ উৎপাদন থেকে দেশের স্পিনিং মিলগুলোর শতকরা ৪০ ভাগ চাহিদা যোগান দেয়া সম্ভব।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।