ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের ছুটিতে এটিএম বুথ চালু রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ঈদের ছুটিতে এটিএম বুথ চালু রাখার নির্দেশ ছবি : প্রতীকী

ঢাকা: ঈদের ছুটিতে সার্বক্ষণিক ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়।



এতে বলা হয়েছে, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার চাহিদা পূরণে এটিএম বুথ ব্যবহার বেড়ে যায়। ফলে এটিএম বুথেও টাকার সংকট দেখা দেয়। এতে বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাতে হিমশিম খান তারা। এমন পরিস্থিতি মোকাবেলায় এবার আগেভাগেই এটিএম বুথ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষিত রয়েছে। ওই ছুটির সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময় : ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর: ১৫, ২০১৫
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।