ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় আয়কর আদায় ২ হাজার ৩৫ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মেলায় আয়কর আদায় ২ হাজার ৩৫ কোটি টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় আয়কর মেলার সাতদিনে সারাদেশে মোট আয়কর আদায় হয়েছে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা। যা গত বছরের চেয়ে ৩৬০ কোটি ৩২ লাখ টাকা বেশি।

২০১৪ সালের আয়কর মেলায় আদায় হয়েছিল ১ হাজার ৬শ’ ৭৫ কোটি টাকা।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে মেলার শেষদিনে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেন।
 
সাতটি বিভাগ, ৬৪ জেলা ও প্রথমবারের মতো ৮৬টি উপজেলায় (২৯টিতে দুদিন, ৫৬টিতে একদিন) সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) জাতীয় আয়কর মেলা ২০১৫ অনুষ্ঠিত হয়।
 
এবারের মেলায় মোট সেবা নিয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন। গত বছর মেলায় সেবা নেন ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতা। চলতি বছর সাতদিনে রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৬১ হাজার ৬০ জন। গত বছর রিটার্ন দাখিল করেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন করদাতা।
 
সৈয়দ এ মু’মেন জানান, মেলার শেষদিনে ঢাকাসহ সাতটি বিভাগ, ১৫টি জেলা ও ১৬টি উপজেলায় মেলা অনুষ্ঠিত হয়। এদিন সারাদেশে ৩৯৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ১৩২ টাকার আয়কর আদায় হয়েছে। এরমধ্যে রিটার্ন জমা পড়েছে ৩৮ হাজার ২০৫টি। এছাড়া সেবা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮৫ জন করদাতা।
 
মেলার শেষদিন রাজধানীর অফিসার্স ক্লাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৫
আরইউ/এমজেএফ

** ভবিষ্যতে করভীতি থাকবে না
** শীতের শুরুতে আবারও করমেল‍া
** শেষদিনে আয়কর মেলায় করদাতাদের ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।