ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গর্ভনর ড. আতিউর রহমানকে অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
গর্ভনর ড. আতিউর রহমানকে অভিনন্দন ড. আতিউর রহমান / ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ ব্যাংক গভর্নর নির্বাচিত হওয়ায় ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন দেশবাসী।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফেসবুকের ফ্যানপেজে ‘এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর ড. আতিউর রহমান’ শিরোনামে শেয়ার করা খবরের নিচে দেশবাসী তাদের অভিনন্দন ও গর্বের কথা তুলে ধরেছেন।

 

বাংলাদেশের আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ গর্ভনর নির্বাচিত করেছে ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি (Euro money Institutional Investor-PLC)।  

ফেসবুক ব্যবহারকারীরা লিখেছেন ড. আতিউর রহমানকে নিয়ে নানা রকম প্রশংসার কথা।

হোসেইন আল আমিন নামে বাংলানিউজের এক পাঠক লিখেছেন, অভিনন্দন জীবন সংগ্রামের এই অকুতোভয় সৈনিককে। হাবিবুর রহমান লিখেছেন, প্রাউড অব জামালপুর।

সোহেল রানা লিখেছেন, কনগ্রেচুলেশন বস, আপনাদের মতো আল্লাহ প্রদত্ত কিছু লিজেন্ড আছে বলেই আজও বাংলাদেশ টিকে আছে। কমল সালাউদ্দিন লিখেছেন, মন্ত্রী হিসেবে দেখতে চাই।

এসএম শামীম লিখেছেন রিয়েল হিরো অব দ্যা নেশন। মিন্টু এম মিয়া লিখেছেন, স্যার আপনাকে লাখ লাখ স্যালুট ও অভিনন্দন।

মোহাম্মদ মাসুদ লিখেছেন, কনগ্রেচুলেশন, প্লিজ হেল্প এডুকেটেড আন এমপ্লয়েড, পুওর, ডিসএবল পিপল।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে পেরুর লিমায় বিশ্ব ব্যাংক ও  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে এক সেমিনারে ড. আতিউর রহমানের শ্রেষ্ঠত্বের এ খবর জানানো হয়।
 
রোববার (১১ অক্টোবর) লিমার হোটেল শেরাটনে বিশ্বব্যাংক ও আইএমএফ’র বোর্ড মিটিং শেষে শ্রেষ্ঠ গর্ভনরের পুরস্কার তুলে দিবেন ইমারজিং মার্কেটের ব্যবস্থাপনা সম্পাদক টবি ফিলডস (Toby Fildes)।

সেখানে বিশ্বব্যাংক ও আইএমএফ’র সভায় অংশগ্রহণকারী অর্থমন্ত্রী ও বিভিন্ন ব্যাংকের গর্ভনররাও উপস্থিত থাকবেন।

এর আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর-২০১৫’ পুরস্কার লাভ করেছেন। সেবার তাকে পুরস্কৃত করেছিল লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস মালিকানাধীন ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’।

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য
‘দ্য ব্যাংকার’ তাকে এ এওয়ার্ড দেয়।

দ্য ব্যাংকারের প্রধান সম্পাদক ব্রেইন ক্যাপলেন চলতি বছরের ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) লন্ডনে হাউজ অব লর্ডসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ড. আতিউর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।