ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং প্রতিরোধের উদ্যোগকে স্বাগত এপিজির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
মানি লন্ডারিং প্রতিরোধের উদ্যোগকে স্বাগত এপিজির অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

ঢাকা: মানি লন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন এন্টি মানি লন্ডারিং (এপিজি)।

রোববার( ১১ অক্টোবর)  সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এর আগে এপিজির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশের আইন সংস্থার তদন্ত ব্যবস্থা বিকেন্দ্রীকরণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগে এপিজি সন্তুষ্ট। তারা বাংলাদেশে মোট ৪৮টি বৈঠক করবে। এর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ে রোববার তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএমএ/জেডএফ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।