ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ইডিপি কর্মশালা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইসলামী ব্যাংকের ইডিপি কর্মশালা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘গ্লোবাল স্টান্ডার্ড কমপ্লায়েন্স: এএমএল ও সিএফটি ইস্যু’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ১০ অক্টোবর শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান। মূল প্রবন্ধ উত্থাপন করেন ব্যাংকের কনসালট্যান্ট চৌধুরী এমএকিউ সারোয়ার।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, আব্দুস সাদেক ভূঁইয়া, মো. শামসুজ্জামান, আইবিটিআরএ’র মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, ঢাকা সেন্ট্রাল, উত্তর ও দক্ষিণ জোন ও ঢাকা শহরের শাখার নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।