ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল আল-আরাফাহ ব্যাংক

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল আল-আরাফাহ ব্যাংক ছবি: সংগৃহীত

ঢাকা: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ১২ অক্টোবর, সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এক কোটি টাকার টেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় বিএবি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।