ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ড পেলেন এনবিআর চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ড পেলেন এনবিআর চেয়ারম্যান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ড (সম্মাননা) পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
রৌপ্য ইলিশ বাংলাদেশ স্কাউট এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড।

স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অবদানের জন্য এনবিআর চেয়ারম্যানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
 
সম্প্রতি বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কাউন্সিলের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি ও স্কাউট চিফ অ্যাডভোকেট মো. আবদুল হামিদ এ সম্মাননা তুলে দেন।
 
এনবিআর’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চেয়ারম্যান এ সম্মাননা রাজস্ব পরিবার (কর্মকর্তা-কর্মচারী) কে উৎসর্গ করেছেন বলেও সূত্র নিশ্চিত করে।

বাংলাদেশ স্কাউটস’র ডেপুটি ডিরেক্টর (পাবলিক রিলেশন অ্যান্ড মার্কেটিং) এ এইচ এম সামছুল আজাদ জানান, ২০১৪ সালে অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।

তিনি জানান, এ বছর ৯ জনকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ ও ১৭ জনকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ দেওয়া হয়।
 
১২২ জন স্কাউট সদস্যকে ‘প্রেসিডেন্টস স্কাউট’ ও ২ জনকে ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।