ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতে রফতানিতে বাধা অশুল্ক জটিলতা: বাণিজ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ভারতে রফতানিতে বাধা অশুল্ক জটিলতা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: দু’টি ছাড়া বাকি সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া সত্ত্বেও অশুল্ক বাধার কারণে ভারতে আশানুরূপ রফতানি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।



তোফায়েল আহমেদ বলেন, ভারতের বাজারে বাংলাদেশের প্রায় ৬ হাজার পণ্য শুল্কমুক্ত রফতানি সুবিধা পায়। কিন্তু দেশটিতে বাংলাদেশের রফতানির প্রবৃদ্ধি ১২ শতাংশ। এর থেকেও বেশি রফতানির প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। অশুল্ক জটিলতার কারণেই ভারতে বাংলাদেশ আশানুরূপ রফতানি করতে পারছে না। বর্তমানে ভারতের বাজারে বাংলাদেশ প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে। আমরা ভারত সরকারের সাথে কথা বলছি যেন অতি দ্রুত এই সমস্যার সমাধান করা যায়।

২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ রফতানিতে এগিয়ে যাচ্ছে। পোশাক শিল্পে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। বর্তমানের তুলনায় বাংলাদেশ পোশাক রফতানিতে আর ২০ শতাংশ এগিয়ে গেলেও দেশ কোথায় পৌঁছাবে তা হয়তো অনেকে ভাবতেই পারছেন না। দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব হেদায়াতুল্লাহ আল মামুন। তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কাজ চলছে। এসব বিষয়ে বিভিন্ন ধাপে কার্যক্রম পরিচালনা করছি। ২০২১ ভিশন বাস্তবায়ন খুব বেশি দূরে নয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।